মালদা

শৌচালয় ব্যবহারের জন্য নেওয়া হচ্ছে বাড়তি টাকা। যাত্রী বিক্ষোভ মালদা টাউন স্টেশনে

তিনদিন কেটে গেলেও সুরাহা হয়নি যাত্রীদের গাড়ির সমস্যার। আজ যাত্রীরা বিক্ষোভ দেখায় মালদা টাউন স্টেশনে। অভিযোগ দীর্ঘক্ষন স্টেশনের থাকায় অসুস্থ হয়ে পরছে শিশুরা। হেলদোল নেই রেল কতৃপক্ষের। যাও যে কয়েকটি বাস চলছে তা যাচ্ছে রায়গঞ্জ পর্যন্ত। ফলে বাসে চরা নিয়েও চলছে যাত্রী বিক্ষোভ। নেই টাকা নেই পরিসেবা যাত্রীরা চরম হয়রানী হচ্ছে। যাত্রীদের অভিযোগ রেলের প্রতীক্ষালয়ে হাত ধোয়ার জন্য নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। 

               রেল লাইনে বয়ছে জল। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিনবঙ্গের রেল যোগাযোগ বিছিন্ন। ফলে যাত্রীদের নাজেহাল পরিস্থিতি। ইতিমধ্যেই উত্তরবঙ্গগামী বহু ট্রেন বাতিল। দীর্ঘক্ষন স্টেশনে থাকায় সমস্যায় পরেছেন যাত্রীরা। অসুস্থ হয়ে পরেছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ শৌচালয় ব্যবহারের জন্য নেওয়া হচ্ছে বাড়তি টাকা। নেই টাকা নেই খাদ্যের যোগান। যাও কয়েকটি বাস চলছে তাও ভিরে ঠাসা। ফলে সমস্যায় পড়েছে দুরপাল্লার যাত্রীরা।